সুস্থতার পথে সেই শিশুটি
রাজধানীর উত্তরায় শিন শিন জাপান হাসপাতালে জন্ম নেওয়া ৬৮৫ গ্রাম ওজনের ছেলেশিশুটি ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে। তবে সে কবে নাগাদ পুরোপুরি সুস্থ হবে, এ কথা বলতে আরও অনেকটা সময় লাগবে বলে আজ রোববার চিকিত্সকেরা জানিয়েছেন। এদিকে শিশুটির চিকিত্সায় অনেকেই এগিয়ে এসেছেন। গতকাল প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘ওজন ৬৮৫ গ্রাম, কাচঘেরা ঘরে কাঁদছে শিশুটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর থেকে এ পর্যন্ত ৭০ হাজার টাকা সাহায্য পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক মুজিবুর...
Posted Under : Health News
Viewed#: 22
See details.

